ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় খুনের মামলা

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় খুনের মামলা। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে গত বুধবার রাতে রুহুল আমীন কবির (৪১) নামে এক ব্যক্তির প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর ১৪ নং ওয়ার্ডের পোলাডাঙ্গা দক্ষিণপাড়া মহল্লার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পেশায়  একজন বড় সুদের কারবারি ছিলেন বলে স্বজন, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রগুলো আরও ধারণা করছে, সুদের টাকা নিয়ে বা অন্য কোন কারণে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার কবিরের বোন জরিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন।

এর আগে গত বুধবার দুপুরে স্বজন ও এলাকাবাসী তার মৃত্যুর বিষয়টি টের পেয়ে পুলিশে জানালে পুলিশ বিকেলে তার বাড়িতে পৌঁছে। তবে এর আগেই পরিবার তার নিখোঁজের বিষয়টি পুলিশে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় বাইরে হতে লাগানো বাড়ির কলাপসেবল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশে করে ডাইনিং-এ একটি খাটের ওপর কবিরের মরদেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন

কবির ওই গেট দিয়েই বাড়িতে শেষ প্রবেশ করে বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে। মরদেহে বাহ্যিক আঘাতের তেমন কোন চিহ্ন না থাকলেও নাক কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এছাড়া তার দাঁত দিয়ে জিহবা কাটা পাওয়া গেছে যা সন্দেহজনক। এরপর সিআইডির ক্রাইমসিন ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। রাত ৮ টায় মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার শিকার করেছে মা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা 

‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন নিয়ে আসছেন অমি

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম

ভাইরাল সেই ছবি নিয়ে যা জানালেন আবদুল হান্নান মাসউদ

কাল ব্যাট করার সময় দেখবে রানা কত জোরে বল করে : শান্ত