চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজারে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগতির বাস নয়মাইল বাজারে একটি পাখিভ্যানকে চাপা দেয়।
এতে ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৭০) ও সরোয়ার হোসেন (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুনআব্দুর রাজ্জাকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরগ্রামে এবং সরোয়ার হোসেনের বাড়ি মোহম্মাদ জুম্মা গ্রামে। তারা সরোজগঞ্জ বাজারে চাল ও সবজির ব্যবসা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, বাসচাপায় নিহত দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন