বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে পলিটেকনিক ছাত্রদের কাফন মিছিল

ক্রাফট হটাও পলিটেকনিক বাচাঁও শ্লোগানকে সামনে রেখে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন অব্যহত রয়েছে। ৬ দফা দাবি আদায়ে আজ শুক্রবার (১৮ এপ্রিল) বগুড়ায় শিক্ষাথীরা ১৯৮৭ সালের আন্দোলনের আদলে কাফন মিছিল করেছে।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রয়ি কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিটিউটের ৮৭ ‘র আদলে কাফন আন্দোলন এর আদলের কাফনের কাপড় মাথায় বেধে বগুড়ায় গণমিছিল হয়। গণমিছিলে মো. বেলাল হোসেন, আল আরাফাত নিরব, আমিনুল ইসলাম, সাগর ইসরঅম, নাইম, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন