ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নাটোরের লালপুরে তীব্র খরায় ঝরে যাচ্ছে আমের গুটি

নাটোরের লালপুরে তীব্র খরায় ঝরে যাচ্ছে আমের গুটি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে এই সময় থোকায় থোকায় সবুজ আমের গুটিতে ছেয়ে যায় আম বাগান। কিন্তু এবার প্রতিকূল আবহাওয়ায় আমের মুকুল কম এসেছে। মুকুলের বদলে গাছগুলিতে গজিয়েছে কচিপাতা। তার ওপর এপ্রিলের তীব্র খরায় ঝরে পড়ছে আমের গুটি। তীব্র তাপপ্রবাহ, প্রচন্ড খরা ও পোকার উপদ্রবে কীটনাশক ও পানি সেচ দিয়েও মিলছে না কাঙ্খিত ফলাফল। এমন অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন এখানকার আম বাগানমালিক ও ব্যবসায়ীরা।

স্থানীয় আম চাষীরা বলেন, এবার ফাল্গুনে গাছে মুকুল আসতে থাকে। কিন্তু হঠাৎ করেই তীব্র্র গরম নামে। এ কারণে মুকুলের বদলে বাগানগুলোতে বেরিয়ে আসে কচি পাতা। তার ওপর এখন চৈত্রের প্রচন্ড খরা ও পোকার উপদ্রবে আমের গুটি ঝরে গেছে। কীটনাশক ও পানি সেচ দিয়েও মিলছে না কাঙ্খিত ফলাফল। ফলে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে । একমাত্র বৃষ্টি ছাড়া আমের গুটি ঝরা বন্ধের সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা।

ওয়ালিয়া গ্রামের আম চাষী শফিকুল ইসলাম বলেন, লাভের আশায় তিনি আড়াই বিঘা জমিতে হাড়িভাঙ্গা জাতের আমের বাগান করেছিলেন। মুকল আসার আগে পরিচর্যাও করেছিলেন। কিন্তু এবার তার বাগানে ৫ থেকে ১০ শতাংশ গাছে মুকুল এসেছে। যে গাছগুলোতে মুকুল এসেছিলো প্রচন্ড খরা ও পোকার উপদ্রবে সে গুটিগুলোও ঝরে যাচ্ছে। কীটনাশক ও পানি দিয়ে আমের গুটি ঝরা রোধ করা যাচ্ছে না।

আরও পড়ুন

লালপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য বলছে, লালপুর উপজেলায় ১হাজার ৮০৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের বাগান আছে। বাগাগুলোর গাছে এবার ৬২% মুকুল এসেছে। এসকল বাগান থেকে ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যার মূল্য ধরা হয়েছে প্রায় ৬৩ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মুকুল কম আসায় ও গুটি ঝরে যাওয়ায় আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো নারীবিষয়ক সংস্কার কমিশন

পটুয়াখালীতে ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি

পাটের তৈরি বাজারের ব্যাগ ভর্তুকিমূল্যে সরবরাহ করা হবে: সৈয়দা রিজওয়ানা

কুমিল্লায় রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

হাওরে ইজারা বন্ধ করতে হবে: ফরিদা আখতার

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জন আটক