দিনাজপুরের নবাবগঞ্জে চার জুয়াড়ি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের আলদাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২ টায় জয়পুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের রবিউলের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে শ্রী প্রদিপ কুমার সরকারের ধান ভাঙা মিলঘরে টাকার বিনিময়ে প্রকাশ্যে তাসের জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, আলদাদপুর গ্রামের শ্রী প্রদিপ কুমার সরকার (৬২) ও শ্রী মিলন চন্দ্র (৩৫) বেলঘাট গ্রামের মো: সিরাজুল ইসলাম (৪৫) এবং শিকারপুর গ্রামের আব্দুল লতিফ (৩৬) ।
আরও পড়ুনএ সময় ৫২ পিস তাস, ১ হাজার ১৯৫ টাকা ও ২ টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। এ ব্যাপারে আজ শুক্রবার (১৮ এপ্রিল) পুলিশ বাদি হয়ে থানায় ১ টি মামলা দায়ের করেছে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (১৮ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন