ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রিয়ালে কোচ হওয়ার দৌড়ে ক্লপ-আলোনসো

রিয়ালে কোচ হওয়ার দৌড়ে ক্লপ-আলোনসো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত মৌসুম শেষেই লিভারপুলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। তারপর গত জানুয়ারিতে দায়িত্ব নেন রেড বুল গ্লোবাল সকারের প্রধান হিসেবে। যেখানে তিনি আরবি লাইপজিগ, নিউ ইয়র্ক রেড বুলস ও ব্রাজিলের ব্রাগান্টিনোসহ একাধিক ক্লাবের দেখভালের দায়িত্বে রয়েছেন। কিন্তু এসবের মাঝে তার রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফেরার গুঞ্জন তৈরি হয়েছে। যদিও সেসব উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট। তার মতে ক্লপ রেড বুলে নিজের দায়িত্বে ভীষণ খুশি।  

মূলত চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর থেকেই জল্পনা শুরু হয়, বর্তমান কোচ কার্লো আনচেলত্তি হয়তো মৌসুম শেষে ক্লাব ছেড়ে দিতে পারেন। জার্মান সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, স্প্যানিশ জায়ান্টরা যাদের কোচ হিসেবে চায়, ক্লপ তাদের অন্যতম। এমন গুঞ্জন প্রশ্নে ক্লপের এজেন্ট মার্ক কোসি জানান, ৫৬ বছর বয়সী নতুন চাকরি ভালোভাবেই উপভোগ করছেন, ‘ক্লপ তার রেড বুলের নতুন দায়িত্ব নিয়ে ভীষণ খুশি।’ 

শুক্রবার একইভাবে আরবি লাইপজিগ কোচ জসল্ট লাও বলেছেন, তিনি কল্পনাও করতে পারেন না ক্লপ রিয়াল মাদ্রিদে যাচ্ছেন! তিনি বরং ক্লপের প্রভাবের প্রশংসা করে বলেছেন, ‘তিনি  প্রমাণ করেছেন যে তিনি একটি ক্লাব, এমনকি ৪০, ৫০, ৬০ জনের একটি বড় দলের মধ্যে একতা আনতে পারেন এবং সবাইকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি তার অভিজ্ঞতা, গুণাবলি ও শক্তি দিয়ে নিজের প্রতি আরও মূল্য যোগ করেন।’ ২৩ বছরের ক্যারিয়ারে লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড ও মেইঞ্জে থাকাকালীন ক্লপ কখনই চাকরি থেকে বরখাস্ত হননি। বরং নিজ থেকেই বিদায় নিয়েছেন, যা কোচিং জগতে বিরল।

আরও পড়ুন

 রিয়ালের কোচ হওয়ার গুঞ্জনে নাম আছে বায়ার লেভারকুসেন কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোরও। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকেও ধরা হচ্ছে। তবে শুক্রবার আলোনসো বলেছেন, ‘এখনই’ তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী