ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গাজার বাসিন্দারা কচ্ছপের মাংস খাচ্ছে

গাজার বাসিন্দারা কচ্ছপের মাংস খাচ্ছে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় খাদ্য সংকটের কারণে হতাশাগ্রস্ত পরিবারগুলো প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে। এসব কচ্ছপ খোসা ছাড়ানোর পর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে রান্না করা হয়।এএফপি এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে স্থানীয় কিছু বাসিন্দার সাক্ষাৎকার নেয়া হয়েছে।

প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে দেখেন, কাঠের আগুনের উপরে একটি হাঁড়িতে লাল মাংসের টুকরোগুলো ফুটন্ত অবস্থায় পর্যবেক্ষণ করে মাজিদা কানান নামের এক বাসিন্দা। তিনি জানান, বাচ্চারা কচ্ছপ দেখলে ভয় পেত এবং আমরা তাদের বলেছি এটি বাছুরের মাংসের মতোই সুস্বাদু। কিন্তু ‘তাদের মধ্যে কেউ কেউ খেলেও কেউ কেউ খেতে চাচ্ছে না।

যারা বাস্তুচ্যুত হয়ে এখন দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে একটি তাবুতে বসবাস করছেন, তাদের মধ্যে আরো ভালো বিকল্পের অভাবে কানান (৬১) তৃতীয়বারের মতো তার পরিবারের জন্য কচ্ছপ-ভিত্তিক খাবার প্রস্তুত করেছেন।

দেড় বছরের মাসের ধ্বংসাত্মক যুদ্ধ এবং ২ মার্চ থেকে সাহায্যের ওপর ইসরাইলিদের অবরোধের পর জাতিসংঘ ফিলিস্তিনি ভূখণ্ডের ২৪ লক্ষ বাসিন্দার জন্য ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে।ইসরাইল হামাসের সাহায্যের অপব্যবহারের অভিযোগ এনেছে। অবশ্য এ দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস অস্বীকার করেছে।

বৃহস্পতিবার ১২টি প্রধান সাহায্য সংস্থার প্রধানরা সতর্ক করে বলেছেন, দুর্ভিক্ষ কেবল একটি ঝুঁকি নয় বরং সম্ভবত এই অঞ্চলের প্রায় সব অংশেই দ্রুত ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন

কানান বলেন, কোনো খোলা ক্রসিং নেই এবং বাজারেও কিছু নেই। যখন আমি ৮০ শেকেল (২২ ডলার) দিয়ে সবজির দু’টি ছোট ব্যাগ কিনি, তখন আর মাংস কেনার কোনো টাকা থাকে না।

সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষিত কিন্তু গাজার জেলেদের জালে ধরা পড়া কচ্ছপগুলো খাবার হিসেবে ব্যবহার করা হয়।

কানান মাংস ধোয়ার জন্য ময়দা এবং ভিনেগারের সাথে মিশিয়ে দেয়। তারপর ধুয়ে একটি পুরানো ধাতব পাত্রে সেদ্ধ করে। বলেন, কচ্ছপ খাওয়ার আশা করিনি!

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস সতর্ক করে দিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজা সবচেয়ে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে।তারপর থেকে গাজায় যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। মাত্র দু’বার বিরতি হয়েছে। সম্প্রতি ১৯ জানুয়ারি থেকে ১৭ মার্চের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি এবং ২০২৩ সালের নভেম্বরের শেষের দিকে এক সপ্তাহের বিরতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. প্রিয়াংকা গোপের কন্ঠে প্রকাশ পেলো ‘এখনো কোয়েলিয়া’

নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে জেলা শহরে জলাবদ্ধতা

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ

কুষ্টিয়ায় বিদ্যালয়ের আম গাছ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাব জানালো বিএনপি

বগুড়ার সোনাতলায় হরিখালী উচ্চ বিদ্যালয় সড়কটি দীর্ঘদিনেও সংষ্কার হয়নি