রেকর্ড দর্শকের সামনে জয় মেসির মায়ামির

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল— সব জায়গাতেই বহু রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
শনিবার (১৯ এপ্রিল) হান্টিংটন ব্যাংক ফিল্ড স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে খেলেছে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচ দেখতে এসেছেন ৬০ হাজার ৬১৪ দর্শক, যা কলম্বাসের ঘরের মাঠের ম্যাচের হিসেবে রেকর্ড দর্শক। এমন রেকর্ড গড়া দর্শকের সামনেই প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ-দুর্গে হানা দিয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। গোলটি করেন মায়ামি মিডফিল্ডার বেনজামিন ক্রেমাশ্চি। মার্সেলো উইনগান্ডের ক্রস রিসিভ করে লক্ষ্যভেদ করেন ক্রেমাশ্চি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
আরও পড়ুন১-০ গোলের জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখন তিনে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট মেসি-সুয়ারেজদের মায়ামির। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শার্লট এফসি। দুইয়ে থাকা সিনসিনাটিরও পয়েন্ট ১৯। শার্লট, সিনসিনাটি দুটি দলই খেলেছে ৯টি করে ম্যাচ। চারে থাকা কলম্বাস ক্রুর পয়েন্ট ১৮।
মন্তব্য করুন