ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইসরাইলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ

ইসরাইলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ডিজনির নতুন সিনেমা ‘স্নো হোয়াইট’ মুক্তি পেয়েছে গত ২১ মার্চ। তবে লেবাননে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে, সিনেমাটিতে অভিনয় করেছেন ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। লেবাননের প্রভাবশালী সংবাদপত্র আন-নাহার-এর বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন বিনোদনভিত্তিক গণমাধ্যম ডেডলাইন।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করে। তবে এটি নতুন কিছু নয়।

বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানায়, গ্যাল গ্যাদত আগে থেকেই লেবাননের ‘ইসরাইল বয়কট তালিকা’তে অন্তর্ভুক্ত। ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্রই দেশটিতে মুক্তি পায়নি। তবে শুধু গ্যাল গ্যাদতের কারণে নয়, আরও নানা বিতর্ক ঘিরে ছিল এই সিনেমা। গ্রিম ভাইদের রূপকথা ‘স্নো হোয়াইট’-এ বলা ছিল চরিত্রটি হবে ‘বরফের মতো সাদা’। তাই বহু ভক্ত প্রত্যাশা করেছিলেন, পর্দায় সেই বর্ণনার প্রতিফলন থাকবে। কিন্তু প্রায় চার বছর আগে যখন ডিজনি ঘোষণা দেয় যে রেচেল জেগলার হবেন নতুন ‘স্নো হোয়াইট’, তখন থেকেই শুরু হয় সমালোচনা। সিনেমা মুক্তির আগে সেই বিতর্ক আরও তীব্র হয়, যার জেরে ডিজনি বাধ্য হয় ছবির প্রিমিয়ার সীমিত রাখতে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯০২ সালে ‘স্নো হোয়াইট’ নিয়ে প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়। এরপর তা এসেছে নির্বাক, সবাক ও অ্যানিমেশন সংস্করণে। আর এবার ডিজনি নতুন করে সেই রূপকথাকে ফিরিয়ে এনেছে বড় পর্দায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছিনতাইকারীর কবলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা

বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

সংসদে নারীদের ১০০ আসনের বিষয়ে একমত বিএনপি

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার