কানাডার টি-টেন ড্রাফটে বাংলাদেশি দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : নতুন করে ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে কানাডাতে। যেখানে নারী ও পুরুষ মিলিয়ে ১৩শ’ এর বেশি ক্রিকেটার ইতিমধ্যে নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের নেতৃত্বে ‘কানাডা সুপার সিক্সটি’-র অধীনে এই টি-টেন লিগ চালুর অনুমোদন মিলেছে। যেখানে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন ৩৪ দেশের এক হাজার ১৩৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী ক্রিকেটার। যদিও বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে মিরাজ ও তানজিদ তামিমের নাম উল্লেখ আছে।
প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, কানাডা টি-টেনের ড্রাফটে বিভিন্ন দেশের তারকা ও তরুণ ক্রিকেটাররা আট দলের এই লিগের জন্য নাম জমা দিয়েছেন। ওই তালিকায় আছেন-ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সেইফার্ট, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিডি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ভানুকা রাজাপাকসে, মার্টিন গাপটিল, ডেভিড মালান, চাঁদ বোয়েস ও গুদাকেত মোতি। টুর্নামেন্টটির প্রথম আসরের ড্রাফট খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। নারী ও পুরুষ দুই বিভাগের প্রতিযোগিতা শুরু হবে আগামী জুলাইয়ে।
আরও পড়ুনটুর্নামেন্টটির সহকারী পরিচালক ও স্কটিশ কিংবদন্তি ক্রিকেটার কাইল কোয়েটজার বলেন, ‘বিশ্বের তারকা ক্রিকেটারদের এমন ব্যাপক অংশগ্রহণ দেখে আমরা রোমাঞ্চিত। এই লিগ শুধুই বিনোদন নয়, কানাডার ক্রিকেটের বিকাশেও বড় ভূমিকা রাখবে।’
মন্তব্য করুন