ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের হায়দরাবাদ স্টেডিয়াম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। 

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজহারের নামে একটি স্ট্যান্ড রয়েছে। সেই স্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলার টিকিট থেকেও আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। ক্রিকবাজের এ রিপোর্টে বলা হয়েছে, দ্রুত এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার ও অম্বুডস্ম্যান বিচারপতি ভি ঈশ্বরাইয়া এই নির্দেশ দিয়েছেন। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি আজহারের বিরুদ্ধে অভিযোগ করেছিল লর্ডস ক্রিকেট ক্লাব। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অধীনে থাকা ২২৬ সদস্যের মধ্যে এই ক্লাব একটি। তার পরেই সব খতিয়ে দেখে নির্দেশ দিয়েছেন ঈশ্বরাইয়া।

আরও পড়ুন

রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন আজহারের নামে স্ট্যান্ড হয়েছিল, তখন তিনি সেই ক্রিকেট সংস্থার সভাপতি। যে বৈঠকে এই নামে সিলমোহর পড়েছিল, সেই বৈঠকেরও সভাপতিত্ব করেছিলেন আজহার। তার বিরুদ্ধে অভিযোগ, জোর করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন তিনি। এমনকি, টিকিটে যে তার নাম থাকবে সেটিও তিনিই ঠিক করেছিলেন। ফলে তার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

সুনামগঞ্জে বিভিন্ন দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঋতুপর্ণার উপলদ্ধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপহাটটি ইজারা না হওয়ায় উন্নয়ন কর্মকান্ড বাঁধার মুখে 

ড. প্রিয়াংকা গোপের কন্ঠে প্রকাশ পেলো ‘এখনো কোয়েলিয়া’

নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে জেলা শহরে জলাবদ্ধতা