ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বগুড়ায় ছিনতাইকারীর কবলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা

বগুড়ায় ছিনতাইকারীর কবলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মুখোশধারী ছিনতাইকারীরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক ও জোড়া নজমুল উলুম কামিল মাদরাসার অধ্যাপক মো: আব্দুল মতিনকে ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল শনিবার দিনগত রাত আড়াইটার দিকে শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অধ্যাপক মতিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিওেকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক আব্দুল মতিন জানান, ঢাকা থেকে সাংগঠনিক দায়িত্ব পালন শেষে কোচযোগে এসে তিনি বগুড়া শহরের সাতমাথায় নামেন। এরপর তিনি একটি রিকশায় চেপে কইগাড়ী এলাকায় বাড়ি ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে তিনি শহরের খান্দার শেহা প্যালেস এর অদূরে পৌঁছুলে ৮-১০ জন মুখোশধারী ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে মোবাইল ফোন, টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তিনি বাধা দিলে তারা তার ডান হাতের আঙ্গুলে ছুরিকাঘাত একটি স্যামসং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২৪০০ টাকাসহ ম্যানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রিকশা চালক তাকে বাড়ি নিয়ে যায়। এরপর বাড়ির লোকজন ও স্বজনরা তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে দেয়।

আরও পড়ুন

কিন্তু গুরুতর আহত অবস্থায় ভর্তির পর জরুরি বিভাগে দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে চিকিৎসাসেবা পেতে। রক্তাক্ত অবস্থায় তিনি দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিলম্বের অভিযোগ অস্বীকার করে জানায়, রোগীর চাপ বেশি থাকায় কিছুটা সময় লেগেছে। অধ্যাপক মতিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন জানান, ঘটনার তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণার উপলদ্ধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপহাটটি ইজারা না হওয়ায় উন্নয়ন কর্মকান্ড বাঁধার মুখে 

ড. প্রিয়াংকা গোপের কন্ঠে প্রকাশ পেলো ‘এখনো কোয়েলিয়া’

নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে জেলা শহরে জলাবদ্ধতা

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ

কুষ্টিয়ায় বিদ্যালয়ের আম গাছ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার