এবার অপহরণ হলেন খাগরছড়ির দুই টেকনিশিয়ান

নিউজ ডেস্ক: পাবর্ত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় থেকে এবার একটি মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ এপ্রিল) ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামত করতে গেলে তাদের মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়।
রবিবার (২০ জানুয়ারি) মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “গত ২২ জানুয়ারি সন্ত্রাসী হামলায় একটি মোবাইল কোম্পানির ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামত গিয়ে দুইজন টেকনিশিয়ান অপহরণ হয়েছেন বলে লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত টাওয়ার সংশ্লিষ্ট কেউই পুলিশ বা প্রশাসনকে অবহিত করেননি। লোকমুখে শোনা কথার সত্যতা নিশ্চিত করাও কঠিন। তারপরও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”
অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ২২ জানুয়ারি ভোরে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলার কয়েকটি মোবাইল টাওয়ার ভাঙচুর ও আগুনে জ্বালিয়ে ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাসীরা। এরপর থেকে ক্ষতিগ্রস্ত টাওয়ারের আওতায় থাকা কয়েক হাজার মোবাইল গ্রাহক সেবা বঞ্চিত।
শনিবার বিকেলে মানিকছড়ি উপজেলার ধর্মঘরস্থ (চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক সংলগ্ন) ময়ুরখীল বিলে থাকা একটি টাওয়ার মেরামত যান দুইজন টেকনিশিয়ান। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।
এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে সন্ত্রাসীরা। একইসঙ্গে তাদের বহনকারী গাড়ির চালককেও অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পিসিপির চবি শাখার সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা ও প্রাণি বিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো।
মন্তব্য করুন