ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল

এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল

ফ্লাই জিন্নাহ’র পর এবার ঢাকায় ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে আরেক পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’। সম্প্রতি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এয়ার সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে। বিষয়টি আমরা বিবেচনা করছি।

এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসাইন গণমাধ্যমকে জানান, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে। তবে অনুমোদন পেলে এয়ার সিয়াল দুই মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে তা পর্যটন খাতকে উৎসাহ দেবে এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। প্রসঙ্গত, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে এয়ার সিয়াল। সংস্থাটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য লাইসেন্সপ্রাপ্ত একটি বিমান সংস্থা।

আরও পড়ুন

এর আগে চলতি বছরের ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সেদিন তিনি ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, সবশেষ ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রীসংখ্যা কম হওয়া ও আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে পিআইএ সে রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। তবে নতুন করে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সামনে আনে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফপিসিসিআই)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সরকারের হাসপাতাল কোথায় হবে, জানালো স্বাস্থ্যের ডিজি

বগুড়া থেকে ভারতে সেন্ট্রিফিউজিক্যাল পাম্প রপ্তানি কমেছে, রাইসব্রান রপ্তানি বন্ধ

বগুড়ার নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ ৯ মিলারের লাইসেন্স বাতিল

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর

ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মিছিল

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাহত করে টাকা ছিনতাই