চাঁদপুরে বহরিয়া বাজারে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই

নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।
আরও পড়ুনবাজারের বলাই নামের এক ব্যবসায়ী বলেন, ‘‘এক অটোরিকশাচালক প্রথম বাজারে আগুন দেখতে পান। পরে বাজার থেকে এক জন আমাকে ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি জানালে মসজিদে মাইকিং ও ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, তার আগেই ১৩টি দোকান পুড়ে যায়।’’
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, ‘‘অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, তদন্তের পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’
মন্তব্য করুন