‘জংলী’তে অভিনয়ের প্রশংসার মাঝেই সম্মাননায় ভূষিত বুবলী
_original_1745161147.jpg)
অভি মঈনুদ্দীন ঃ গেলো ঈদে এম রাহিম পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলী’তে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন এই সময়ের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলী। তার অভিনীত এই সিনেমা যারাই হলে গিয়ে দেখেছেন সিনেমাটির গল্প, লোকেশন, গান এবং সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রশংসা করেছেন দর্শক।
ঈদে মুক্তির পর এই সিনেমার দেখার প্রতি দর্শকের আরো আগ্রহ বেড়ে যাওয়ায় এই সিনেমার প্রদর্শনীও বেড়েছে তিনগুণ। যে কারণে সিনেমার অন্যতম প্রধান নায়িকা বুবলী আছেন বেশ খোশ মেজাজে। সিনেমাটির যতো ধরনের প্রচারণা আছে সবধরনের প্রচারণাতে তিনি অংশ নেয়ার চেষ্টা করছেন। দর্শককে আহ্বান জানাচ্ছেন ভিন্ন গল্পের সিনেমা ‘জংলী’ দেখার জন্য। বুবলী’র অভিনয় জীবনের পথচলায় অন্যতম সেরা সিনেমা হিসেবে ‘জংলী’ও যুক্ত হয়েছে। এটাই বুবলী’র কাছে অনেক আনন্দের উচ্ছ্বাসের।
জংলী প্রসঙ্গে বুবলী বলেন,‘ প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে জংলী। পরিবার সহ সবাই দেখছেন, সব শো হাউজফুল যাচ্ছে। একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালোলাগে যখন প্রিয় দর্শকেরা হলে হলে গিয়ে এভাবে সিনেমা উপভোগ করেন। জংলী’র পুরো টিম প্রত্যেক দর্শকের কাছে কৃতজ্ঞ এ কারণেই যে তারা তাদের ভালোলাগার কথা ছড়িয়ে দিয়েছেন সবার কাছে। আমার বিশ্বাস এই ভালোলাগার রেশ থেকে যাবে বহুদিন।
এদিকে ‘জংলী’তে অভিনয়ের প্রশংসার মাঝেই এরইমধ্যে বুবলী এক বিশেষ সম্মাননাতেও ভূষিত হয়েছেন। গত শনিবার ‘আলোকিত নারী কল্যাণ ফাউণ্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বুবলী’র হাতে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।
আরও পড়ুনবুবলী বলেন,‘ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননাপ্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার এবং সামনে আরও ভালো ভালো কাজের জন্য উৎসাহ যোগায় । তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয় কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহন করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালোলাগার বিষয়ও বটে। আলোকিত নারী কল্যাণ ফাউণ্ডেশন কে ধন্যবাদ এই সম্মাননা প্রদানের জন্য। নারীরা সমাজে কাজের সব সেক্টরেই সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এটি তার প্রতিফলন। নারীদের যাত্রা আলোকিত হোক। আর এখনো যারা জংলী দেখার সময় সুযোগ করে উঠতে পারেননি, তাদের কাছে বিনীত আহ্বান রইলো সিনেমানি স-পরিবারে উপভোগ করার জন্য। আশা করি ভালোলাগবে আপনাদের। কারণ যারা এরইমধ্যে সিনেমাটি দেখেছেন তারা তাদের ভালোলাগারই কথা বলছেন বারবার।’ এদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগিরই কাজ শুরু হতে যাচ্ছে।
এরইমধ্যে তিব্বত লাক্সারি সোপ’র বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সনক মিত্র।
মন্তব্য করুন