ড. প্রিয়াংকা গোপের কন্ঠে প্রকাশ পেলো ‘এখনো কোয়েলিয়া’
_original_1745162244.jpg)
অভি মঈনুদ্দীন ঃ আমাদের সঙ্গীতাঙ্গনে এমন কিছু শিল্পী আছেন যারা নীরবে নিভৃতে শুধু নিজের কাজটা করে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের কাজের প্রচারণা নিয়ে কখনো ভাবেন না তারা। তাদের ভাবনাটা এমন, যদি কাজ ভালো হয় তাহলে মানুষ এমনিতেই ভালোবাসবে। সত্যিই তাই। কিছু কিছু শিল্পীর ক্ষেত্রে এমন হয়ে থাকে। তারা শুধু তাদের কাজের কারণেই আলোচনায় আসেন। ঠিক তেমনি একজন সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক। বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি।
তবে প্রিয়াংকা জানান এরইমধ্যে তার কন্ঠে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘এখনো কোয়েলিয়া’। গানটি লিখেছেন সঞ্জয় রাজ। সুর সঙ্গীত ও তবলায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান (তবলা শিল্পী) ও সুরকার, সঙ্গীত পরিচালক পল্লব সান্যাল। গানটি এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানপ্রেমীদের মন কেড়েছে প্রিয়াংকার কন্ঠে এই গান।
পল্লব সান্যাল বলেন,‘ প্রিয়াংকার কথা চিন্তা করেই এই গানের সুর করা। আমার কাছে মনে হয়েছে এই গানের জন্য এই প্রজন্মের শিল্পীদের মধ্যে প্রিয়াংকাই পারফেক্ট। তাই তাকে দিয়েই গানটি করিয়েছি। প্রিয়াংকা গেয়েছেও অসাধারণ। আমি মুগ্ধ। অনেক অনেক আশীর্বাদ রইলো প্রিায়াংকার জন্য।’
প্রিয়াংকা গোপ বলেন, ‘ চমৎকার এই সৃষ্টিতে আমাকে যুক্ত করার জন্য পল্লব দাদাকে অশেষ ধন্যবাদ। কারণ গানটির কথা ও সুর আমার নিজের কাছেই ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালোলাগবে। ধন্যবাদ গীতিকারকেও। ভালো বাংলা গান শোনার ও গাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শুভ কামনা ও ভালোবাসা আমার শ্রোতাদের জন্য।’
আরও পড়ুনএদিকে এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গনে ড. প্রিয়াংকা গোপের সার্বিক তত্ত্বাধানে সঙ্গীত বিভাগের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বেশ সফলভাবে। এবারের আয়োজন নিয়ে সবাই ছিলেন বেশ উচ্ছ্বসিত।
প্রিয়াংকা গোপ জানান, এবারের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান’সহ আরো অনেকে।
এদিকে আগামী ১ মে বর্ষার একটি গানের মিউজিক ভিডিওর কাজ করবেন প্রিয়াংকা গোপ। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীব রাজীবুল হাসান, সুর করেছেন সোনলী রায়, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়।
মন্তব্য করুন