বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সরকার সদর উপজেলার দশটিকা এলাকার আলহাজ্ব বুলু মিয়ার ছেলে। তিনি নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ডিবির ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম । তার বিরুদ্ধে গত বছরের ১১ সেপ্টেম্বর মামলা হয়। মামলার এজাহার নামীয় ৬৫ নং আসামি সে।
সেই মামলায় নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ ও সাময়িক বহিস্কার করা হয় এবং পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান আওয়ামীলীগের এমপি প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে প্রথমে শোকজ এবং পরে বহিস্কার করা হয়। তিনি নিজেও দল থেকে পদত্যাগের পত্র দিয়েছিলেন। তার বিএনপির সাথে কোন সম্পর্ক নাই।
মন্তব্য করুন