ভিডিও মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

দ্বিতীয় সেশনে লিড নিয়ে এগুচ্ছে  জিম্বাবুয়ে

দ্বিতীয় সেশনে লিড নিয়ে এগুচ্ছে  জিম্বাবুয়ে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় সেশনে দলের হাল ধরলেন উইলিয়ামস-মাধেভেরে জুটি। দুজনের ৭৯ বলে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটিতে বেশ ভালোই প্রতিরোধ গড়ে দলটি। শেষ পর্যন্ত জুটি ভাঙলেও এরই মধ্যে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রান টপকে গেছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৯৩। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২ রান। 

দলের লিড নিশ্চিত হওয়ার পর রান বাড়ানোর দিকেই হয়তো মনোযোগ ছিল শন উইলিয়ামসের। বড় শর্ট খেলতে গিয়েই উল্টো বিপদ বাড়ালেন। মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন উইলিয়ামস। ঠিকঠাক ব্যাটে সংযোগ ঘটাতে পারলেন না। দারুণ ক্যাচ তালুবন্দী করেন মাহমুদুল হাসান জয়।

আরও পড়ুন

সাজঘরে ফেরার আগে ১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারের মারে ৫৯ রান করেছেন উইলিয়ামস। এর আগে লিড নেওয়ার আগমুহূর্তে খালেদের বলে ইনসাইড এজড হয়ে ৩৩ বলে ২৪ রানের মাথায় ফিরেছিলেন মাধভেরে। গতকাল শেষ বিকেলে দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেনের অবিচ্ছিন্ন জুটির পর মূলত উইলিয়ামস-মাধেভেরের ব্যাটেই লিড পেয়েছে জিম্বাবুয়ে।এখন সফরকারী দলের শেষ দিকের ব্যাটাররা চাইবেন যতটা পারা যায় লিডটা বাড়িয়ে নিতে। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য থাকবে যত দ্রুত গুটিয়ে দেওয়া যায়। এখন পর্যন্ত ১৪ ওভার বল করে ২ মেইডেনে ৫২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছে হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে "ক্যারিয়ার টক উইট কর্পোরেট এক্সপার্ট” অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ  ১ আটক

হিট স্ট্রোকের লক্ষণগুলো খেয়াল করুন

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুসহ ৩ নারীকে ঢাকায় উদ্ধার 

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা