ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বৈশাখের গান নিয়ে মেতে উঠেছেন পুনম মিত্র

পুনম মিত্র

অভি মঈনুদ্দীন ঃ পুনম মিত্র, একাধারে একজন সুরকার, সঙ্গীত পরিচালক এবং একজন গায়কও বটে। তার সুরে আবিদা সুলতানা, আঁিখ আলমগীর, দিনাত জাহান মুন্নী, কনা, প্রিয়াংকা গোপ, কোনাল, লিজা, ইউসুফ, অবন্তী সিঁথি, চম্পা বণিক’সহ আরো অনেকেই গান গেয়েছেন। আবার পুনম নিজেও ফাহমিদা নবী, কনা, কোনাল, লুইপা’সহ আরো বেশ কয়েকজনের সঙ্গে দ্বৈত গান গেয়েছেন।

এবার তারসঙ্গে একেবারইে নতুন একজন শিল্পী ইবনাত সালমা ‘এলোওে বৈশাখ’ শিরোনামের একটি বৈশাখের গান গেয়েছেন। যা গেলো পহেলা বৈশাখের দিন রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন মোঃ জামাল হোসেন, সুর সঙ্গীত করেছেন পুনম মিত্র নিজেই। গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন পুনম। বৈশাখের গান হওয়াতে বৈশাখের দিন দেশের আনাচে কানাচে গানটি বেজেছে। যার প্রমাণও পেয়েছেন পুনম ফেসবুক, মোবাইল ফোন’সহ আরো নানান মাধ্যমে। নিজের গাওয়া মৌলিক একটি গান তাও আবার বৈশাখের গান দেশের আনাচে কানাচে বাজছে বিধায় ভীষণ উচ্ছ্বসিত পুনম।

পুনম বলেন,‘ শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইকে ধন্যবাদ আমার উপর বিশেষত এই গানটির বিষয়ে আস্থা রাখার জন্য। বৈশাখের আগে খুব কম সময়ই পেয়েছি গানটি করার জন্য। তারপরও ঠিকঠাক ভাবে কাজ শেষ করে গানটি রিলিজ দেয়অ হয়েছে। প্রথম দিন থেকেই এতো অভূতপূর্ব সাড়া পাবো, ভাবিনি। ধন্যবাদ আমার সহশিল্পীকে। ধন্যবাদ রঙ্গন মিউজিক পরিবারকে। ভালোলাগা এটাই যে বছরজুড়ে কিংবা বিশেষত বৈশাখ এলে এই গান শহরে বন্দরে গ্রামে গঞ্জে বেজে উঠবে ঘরে ঘরে মেলায় মেলায়। এ বছরের বৈশাখী গানের মধ্যে আমার গানটা টেুণ্ডিং-এ আছে শিল্পী হিসেবে এটাই আমার প্রাপ্তি।’

আরও পড়ুন

পুনমের প্রথম মৌলিক গান ছিলো কণার সঙ্গে ‘তোমাকে ভেবে ভেবে’। এরপর তার কন্ঠে ‘ধরো যদি হাত’,‘ ‘আমি তোর রাধা হবো’,‘ মায়া’, ভারী মন খারাপ’সহ আরো বেশকিছু গান প্রকাশ পায়। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে কোনালের সঙ্গে দ্বৈত গান ‘আমি চাঁদের জোছনা হয়ে’। এটি লিখেছেন জামাল হোসেন।

এছাড়াও আগামী ২৪ এপ্রিল প্রকাশ পাচ্ছে পুনমের কথা ও সুরে ‘তোমার ছায়ায় প্রেম’ নাটকের ‘লুকোচুরি চাঁদ’ শিরোনামের গান, যাতে তার সহশিল্পী মধুবন্তী নন্দী। পুনমের বাবা শৈলেন্দ্র নাথ মিত্র, মা বীথিকা রানী মিত্র। দুজনেই গান করেন। বাবা মায়ের কাছেই গানে হাতেখড়ি। পুনম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফোক বিষয়ে মাস্টার্স করেছেন ২০১৭ সালে। তার আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতে অনার্স সম্পন্ন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি

বগুড়ায় শ্রমিক সংকটে ধান কাটা-মাড়াই নিয়ে দুঃশ্চিতায় কৃষক

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা খোকনের স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আক্কেলপুরে