গাইবান্ধার গোবিন্দগঞ্জে আল মামুনের শখের কোয়েল পাখির খামার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : শখ করে কোয়েল পাখি পালন করতে গিয়ে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন আল মামুন শেখ। তার কোয়েল পাখির খামার থেকে প্রতিদিন উৎপন্ন হয় তিন হাজার ডিম। প্রতি মাসে কোয়েল পাখির বাচ্চা ও ডিম বিক্রি করে তিনি আয় করেন প্রায় দেড় লাখ টাকা। তার এই সফলতায় কোয়েল পাখি পালনে আগ্রহী হচ্ছেন এলাকার বেকার যুবকরা। শখের বসে পালন করতে গিয়ে কোয়েল পাখির খামারের এই সফল উদ্যোক্তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামে।
সফল উদ্যোক্তা আল মামুন শেখ ২০২২ সালে মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে ৭৩টি কোয়েল পাখি দিয়ে শুরু করেন খামার। এরপর দিনে দিনে বেড়েছে তার খামারের পাখি। গত তিন বছরে তিনি ছোট-বড় পৃথক তিনটি খামার গড়েছেন। এই খামারগুলোতে কোয়েল পাখির সংখ্যা এখন ২০ হাজারেরও বেশি।
সম্প্রতি ওই খামারে গিয়ে দেখা গেছে, পুনতাইড় গ্রামের শানাপাড়ার নিজ বাড়িতেই গড়ে তোলা ‘শেখ বাড়ি এগ্রো ফার্ম’ নামের প্রথম গড়ে তোলা ওই খামারে দু’টি টিনসেড ঘর রয়েছে। এখানে প্রায় পাঁচ হাজার কোয়েল পাখি রয়েছে। মামুন ও তার পরিবারের সদস্যরাই এসব দেখাশুনা করছেন। আরও ছয়জন কর্মচারী রয়েছে বাড়ির পাশেই স্থাপন করা বাকি তিনটি খামার পরিচালনার জন্য।
প্রতিদিন এ খামার থেকে সংগ্রহ হচ্ছে তিন হাজার ডিম। বর্তমানে প্রতি পিস ডিম পাইকারি বিক্রি করছেন তিন টাকা দরে। সমুদয় খরচ বাদে এতে প্রতি মাসে আয় হচ্ছে দেড় লাখ টাকা। খামারটি সব সময় পাখির কিচিরমিচির ডাকে মুখরিত থাকা এই খামারে ইতোমধ্যে কর্মসংস্থান সৃষ্টি করেছে ৫-৬টি পরিবারের।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ আল আসাদ জানান, কোয়েল পাখির ডিম পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে পটাশিয়াম, জিংক, ভিটামিন বি-১২, বি-৬, ভিটামিন-সি, ভিটামিন-এ, ভিটামিন-ই। এর অনেক উপকারিতা রয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ জানান, হাঁস-মুরগির মতো কোয়েল পাখি পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। কোয়েল পাখির রোগব্যাধি কম। এজন্য টিকা দিতে হয় না এবং কৃমির ওষুধও খাওয়াতে হয় না। অনেকে আত্মকর্মসংস্থানের জন্য কোয়েল পাখি পালনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। প্রবাস ফেরত অথবা বেকার যুবক-যুবতীরা এই কোয়েল পাখির খামার দিতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন