গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিএম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবসহ ৭ কক্ষ পরিদর্শক বহিষ্কার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : চলতি এসএসসি পরীক্ষায় আজ সোমবার (২১ এপ্রিল) বিভিন্ন অপরাধে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাত কক্ষ পরিদর্শকসহ কেন্দ্রসচিবকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ওই কেন্দ্রের ১৯নং কক্ষের এক পরীক্ষার্থীর লিখিত বিষয়ের উত্তরপত্র খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, নিয়মানুযায়ী গণিত বিষয়ে পরীক্ষার দিনে গণিত শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়া যায় না, এ নিয়মের তোয়াক্কা না করে গণিত বিষয়ের তিন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। একই সাথে ১৯নং কক্ষে রেজোয়ান প্রধান নামের এক পরীক্ষার্থীর উত্তরপত্র মিসিং হওয়ায় ওই কক্ষের চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়।
আরও পড়ুনবহিষ্কৃত কক্ষ পরিদর্শকরা হলেন- গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নবী ইসলাম, দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, বর্দ্ধনকুঠি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাাফিজুর রহমান, কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরেশ চন্দ্র বর্মণ, বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে কায়সার, ওয়াহেদা সুলতানা, এবং সরদারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামশেদ আলী। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ননী গোপালকেও বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন