ভিডিও মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মোদী-ভ্যান্স রুদ্ধদ্বার বৈঠকে যা নিয়ে আলোচনা হলো

মোদী-ভ্যান্স রুদ্ধদ্বার বৈঠকে যা নিয়ে আলোচনা হলো, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: চারদিনের সফরে ভারতে আসা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন। এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন বিশ্বজুড়ে মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের কারণে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।

ওই বৈঠকের প্রতিনিধি পর্যায়ের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অগ্রগতির প্রশংসা করা হয়। বৈঠকে দুই দেশের নেতৃত্ব একমত হয়েছেন যে, বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম গণতন্ত্র হিসেবে তাদের সম্পর্ক বিশেষ গুরুত্বপূর্ণ।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, চীনের সাথে বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে ট্রাম্প প্রশাসন অগ্রাধিকার দিচ্ছেন।

ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি বর্তমানে চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে। যদিও প্রাথমিকভাবে চুক্তিটি জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য ঠিক করা হয়েছিল, তবে অচিরেই খাতভিত্তিক আলোচনা শুরু করে মে মাসের শেষ নাগাদ তা সম্পন্ন করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে জানিয়েছেন, ভারত কোনো চাপের মুখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। এদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওয়াশিংটনে আসন্ন আইএমএফ বৈঠকে অংশ নিতে গিয়ে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে জানা গেছে।

জানা গেছে, প্রযুক্তি, উৎপাদন, অটোমোবাইল ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেতে ভারত বিশেষভাবে আগ্রহী। সম্প্রতি টেসলা ও স্পেসএক্সের মালিক এলন মাস্ক প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেন এবং বছরের শেষে ভারত সফরের ইঙ্গিত দেন, যা তার কোম্পানিগুলোর ভারতীয় বাজারে প্রবেশের সম্ভাবনা জাগিয়েছে।

এছাড়া, বেসামরিক পারমাণবিক খাতে ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের একটি বড় অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ ভারতীয়-মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান হোলটেক ইন্টারন্যাশনালকে ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডিজাইন ও নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো ভারতে ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল উৎপাদন খাতেও বিনিয়োগ বাড়াতে আগ্রহী, চীন নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে। উল্লেখ্য, মোবাইল উৎপাদনে ভারত ইতিমধ্যেই বৈশ্বিক নেতৃত্বের অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদী এবং ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্সের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করা হয়। যদিও বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে এর আগে মিসাইল প্রযুক্তি ও আন্ডারসি সিস্টেম নিয়ে আলোচনার কথা জানা গেছে। চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতকে ‘মেজর ডিফেন্স পার্টনার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ‘স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন-১’ মর্যাদা দিয়েছে, যা ভারতকে ন্যাটো মিত্রদের সমপর্যায়ে উন্নীত করেছে।

ট্রাম্প এর আগে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন , বর্তমানে নতুন এই ‘পারস্পরিক’ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন— যা অর্থনীতিবিদদের মতে, দুই দেশের মধ্যে একটি ভাল বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার সুযোগ এনে দিয়েছে।

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানুয়ারিতে তার ওয়াশিংটন ডিসি সফরের কথা স্মরণ করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্তগুলোর কথা তুলে ধরেন। তিনি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এবং ‘উন্নত ভারত ২০৪৭’ উদ্যোগগুলোর মধ্যকার সহযোগিতার সম্ভাবনার দিকটি বিশেষভাবে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

ওবায়দুল কাদেরের ভাগনে রতন গ্রেপ্তার 

ফেডারেল কোর্টে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে : সালাউদ্দিন আহমেদ

কোমায় ছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়া পোপ

পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার