ভিডিও মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত 

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত, ছবি: হোসাইন আহমেদ ।

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদের কে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে চারজন শিক্ষার্থী। তারা হলেন- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮) ও সিটি কলেজের মো. শামীম (১৮)। অপর শিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৭)। তবে তিনি কোন কলেজের সে বিষয়ে তথ্য জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০)।নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে শিক্ষার্থীসহ ৫ জন আহত, ছবি: হোসাইন আহমেদ । 

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন ঢামেকে এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করে।

তার আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় দীপু মনি ও পলক আদালতে, ফাঁসির দাবিতে স্লোগান ও ডিম নিক্ষেপ

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার

জবিতে "ক্যারিয়ার টক উইট কর্পোরেট এক্সপার্ট” অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ  ১ আটক