নাটোরের বড়াইগ্রামে ৩ বেকারি মালিককে ৩০ হাজার টকা জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৩ বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের সহায়তায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক জহুরুর ইসলাম ও নিউ কুমিল্লা বেকারির মালিক কামাল হোসেন এবং রয়না মোড়ের রাবেয়া বেকারির মালিক আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে গত সোমবার এসব জরিমানা করেন। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের মাঠকর্মী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন