ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নড়াইলে বিএনপি নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

নড়াইলে বিএনপি নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

নিউজ ডেস্ক:   নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকিরের (৫২) ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে । এসময় হামলা ঠেকাতে যাওয়া আরো তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

আহত মিরাজ ফকির কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সারুলিয়া গ্রামের মৃত আলম ফকিরের ছেলে। 

আহত অন্যরা হলেন- সারুলিয়া গ্রামের ইমরান ফকির, কবির খান ও বাবলু শরিফ।  

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের রওশন কাজীর বিরোধ চলছে। মঙ্গলবার দুপুর মিরাজ ফকির এড়েন্দা হাট থেকে বাড়ি ফিরছিলেন। এসময় রওশান কাজীর লোকজন ধারালো অস্ত্র নিয়ে মিরাজ ফকিরের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিরাজ ফকিরকে কুপিয়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এসময় হামলা ঠেকাতে যাওয়া বাবলু শরিফ, ইমরান ফকির ও কবির খানকেও কুপিয়ে আহত করা হয়। 

হামলাকারীরা চলে গেলে আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান

অবশেষে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার