পাবনার চাটমোহরে বিয়ে বাড়িতে সিগারেট পান নিয়ে সংঘর্ষ আহত ১০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিয়ে বাড়িতে সিগারেট পানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত রোববার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, গুনাইগাছা মন্ডলপাড়া গ্রামের শ্রী ফটিক মন্ডল, রুকু মন্ডল, দুুর্জয় মন্ডল, সঞ্জয় মন্ডল, লক্ষণ মন্ডল, টুনি মন্ডল ও উজ্জ্বল মন্ডল। অন্যদের নাম পাওয়া যায়নি।
তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এদিন রাতে জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের হাজরা মন্ডলের ছেলের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকের সমাগম ছিল। এ সময় বাড়ির পাশেই সিগারেট টানছিল এক কিশোর। তাকে বকাঝকা করেন এক নারী।
আরও পড়ুনএ ঘটনা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন