ভিডিও বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে সুদের ওপর টাকা নিয়ে ভয়ে বাড়িছাড়া প্রবাসীর পরিবার

বগুড়ার ধুনটে সুদের ওপর টাকা নিয়ে ভয়ে বাড়িছাড়া প্রবাসির পরিবার। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় ৫০ টাকা মূল্যের স্ট্যাম্পে সই দিয়ে সুদের ওপর ৯০ হাজার টাকা নিয়ে পরিশোধ করার পরও দাদন ব্যবসায়ীর ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্রবাসির স্ত্রী ও দুই সন্তান। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুক্তভোগী প্রবাসির স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধামাচামা উত্তরপাড়ার টুকু প্রামানিক জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করেন। তার স্ত্রী শিলা খাতুন দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। সাংসারিক প্রয়োজনে শিলা খাতুন দেড় বছর আগে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে বিটল মিয়ার কাছ থেকে ৯০ হাজার টাকা নেন। ওই টাকা গ্রহনের সময় বিটল মিয়া ৫০ টাকা মূল্যের স্ট্যাম্পে শিলা খাতুনের সই নিয়েছেন।

শর্ত অনুযায়ী শিলা খাতুন দফায় দফায় ৯০ হাজার মুল টাকার সাথে অতিরিক্ত ৮০ হাজার টাকা বিটল মিয়াকে পরিশোধ করেছেন।  টাকা পরিশোধের পর শিলা স্ট্যাম্প ফেরত চাইলে বিটল তালবাহানা করতে থাকেন। এ অবস্থায় বিটল মিয়া ৪ লাখ টাকা দাবি করে ১৪ জানুয়ারি শিলা খাতুনের নামে লিগ্যাল নোটিশ পাঠায়।  বিষয়টি নিয়ে শিলা খাতুন গ্রাম্য মাতব্বরদের কাছে ঘুরে কোন বিচার পাননি। 

আরও পড়ুন

এদিকে বিটল মিয়ার হুমকি-ধামকি ও মামলার ভয়ে শিলা তার দুই সন্তান নিয়ে ১২ দিন ধরে একই এলাকায় গোসাইবাড়ি গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় শিলা খাতুন বাদি হয়ে ২১ এপ্রিল বিটল মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বিটল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার এসআই অমিত মাহমুদ বলেন, প্রবাসির স্ত্রীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ১০০ জনের থ‍্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

গাইবান্ধার পলাশবাড়ীর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবি গ্রেফতার

খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীর বুকে বোরো ও ভুট্টাক্ষেতে সবুজের সমারোহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করে চাষাবাদে সুফল পাচ্ছে চাষিরা

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ