ভিডিও বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

নাচে গানে উপস্থাপনায় সমানতালে লাবণ্য

সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপকিা ইয়াসমিন লাবণ্য

অভি মঈনুদ্দীন ঃ সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করতে আগ্রহী, ছোটবেলা থেকেই তারা নাচ গান আবৃত্তি উপস্থাপনার সাথে নিজেকে চর্চায় রাখেন। তবে সেই ছোট্ট বয়সে ছোট ছোট শিশুরা এতোকিছু বুঝেনা বলেই শিশুদের অভিভাবকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যান বাচ্চাকে এনসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রাখতে।

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপকিা ইয়াসমিন লাবণ্য’র ক্ষেত্রেও ছোটবেলায় বিশেষত তাই হয়েছে। যখন গানের শিক্ষকদের কাছে তালিম নিতে গিয়েছেন তখন শিক্ষকেরা বলেছেন, আর যাই হোক গানটা কিন্তু ধরে রেখো, ছেড়ে দিওনা। অনুরূপভাবে যখন নাচের তালিম নিতে গিয়েছেন, একই কথা শুনতে হয়েছে লাবণ্য’কে। লাবণ্য’র মা সবসময় পাশে থেকে সাহস যুগিয়েছেন, অুনপ্রেরণা দিয়েছেন। আর সবাই লাবণ্য’কে ভীষণ স্নেহ করতেন বিধায়ই লাবণ্য নাচে গানে এবং উপস্থাপনায় নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছেন। লাবণ্যই একমাত্র শিল্পী আমাদের মিডিয়াতে যিনি একাধারে গান ও নাচকে সমানতালে ধরে রেখেছেন। পাশাপাশি উপস্থানায়ও আছেন নিয়মিত।

তবে লাবণ্য, নিজেকে গানে একটু বেশি ফোকাস করতে চান। ২০২৪ সালটাতে তেমনই পরিকল্পনা ছিলো। কিন্তু সে বছর তা না হলেও চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে কিছু ভালো ভালো মৌলিক গান করার ইচ্ছে রয়েছে তার। লাবণ্য’র কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। লাবণ্য ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত। ২০১৫ সাল থেকেই তিনি শিল্পীকলায় চাকুরী করছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়ম করেই তাকে অফিস করতে হয়। নানান উৎসব উপলক্ষ্যে আয়োজিত বিশেষত নৃত্যানুষ্ঠানে তাকে অংশগ্রহন করতে হয়। যে কারণে গানের জন্য তাকে কষ্ট করেই সময়টা বের করে নিতে হয়। আবার লাবণ্য, মাছরাঙ্গা টিভির প্রচার চলতি অনুষ্ঠান ‘রাঙ্গা সকাল’র নিয়মিত একজন উপস্থাপিকাও বটে। সেখানেও তাকে যথেষ্ট সময় দিতে হয়।

লাবণ্য বলেন,‘ গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মনেরমতো গানই পাওয়া হচ্ছেনা, তাই গাওয়াও হচ্ছেনা। কিছু সিগনেচার গান রেখে যেতে চাই যেই গানগুলো একান্তই আমি না থাকলেও আমার কথাই মনে করিয়ে দিবে। আর পাশাপাশি নাচটাও নিয়ীমত করে যেতে চাই।’

আরও পড়ুন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও ইউনিভার্সিটি অব ডেভলপম্যান্ট অলটারনেটিভ থেকে সঙ্গীতে মাস্টার্স করেছেন লাবণ্য। মাস্টার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে আট বছরের নাচের কোর্স সম্পন্ন করার পর ২০১২ সাল থেকে ‘সৃষ্টি কালচারাল সেন্টার’-এ ভরত নাট্যমে প্রশিক্ষণ নিচ্ছেন। শুধু আধুনিক গান গেয়েই যে তিনি গানে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন, এমন নয়। বেশকিছু সিনেমাতেও তিনি প্লে-ব্যাক করেছেন। যারমধ্যে তার কন্ঠে গাওয়া জনপ্রিয়তা পাওয়া গান হলো ‘জোছনা পড়ে গলে গলে, ঘুমায় বালুচর’ গানটি। এই গানটি শামীমুল ইসলাম শামীমের পরীমণি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার গান।

এদিকে গেলো ভালোবাসা দিবসের দিন ইঞ্জিনিয়ার মহি খানকে বিয়ে করেন লাবণ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ১০০ জনের থ‍্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

গাইবান্ধার পলাশবাড়ীর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবি গ্রেফতার

খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীর বুকে বোরো ও ভুট্টাক্ষেতে সবুজের সমারোহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করে চাষাবাদে সুফল পাচ্ছে চাষিরা

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ