অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিতে উচ্ছ্বসিত শিউলী শিলা
_original_1745336287.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করার সুযোগ এসেছে তার জীবনে। আবার কিছু ভালো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এই সময়ের মেগাস্টার শাকিব খানের সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমাতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শিউলী শিলার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও তার জন্ম ঢাকার বেইলী রোডে। তার বাবা মোঃ রফিকুল ইসলাম, মা নূরজাহান বেগম। তার মা ২০২৩ সালে মারা যায়। মা মারা যাবার পর থেকে শিলা অনেকটাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। আরো ভেঙ্গে পড়েছিলেন মিডিয়াতে তার খুউব ভালো বন্ধু, যা বড় বোন হিসেবেই মনে করতেন, যে অভিনেত্রী তাকে অভিভাবকের মতোই দিক নির্দেশনা দিতেন, সেই অকালে চলে যাওয়া অভিনেত্রী হোমায়রা হিমু। হিমুর মৃত্যুটাও শিলাকে প্রচণ্ড কষ্ট দেয়। যে কারণে একটা সময় এসে অভিনয়ে অনিয়মিতই হয়ে পড়েন তিনি। কিন্তু মানসিকভাবে তাকে ভীষণ অনুপ্রেরণা দেন তার স্বামী জুয়েল। আবার অভিনয়ে নিয়মিত হন শিলা।
শুধূ তাই নয় ‘অভিনয় শিল্পী সংঘ নির্বাচন ২০২৫-২০২৮’এ অংশগ্রহনের জন্যও জুয়েল সাহস দেন। যে কারণে এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিউলী শিলা। নির্বাচনে দাঁড়ানোর প্রথম দিন থেকেই শিউলী শিলা যখন যেখানে যাওয়ার প্রয়োজনীয়তা পড়েছে সেখানে ছুটে গিয়েছেন। যতোটা অনুনয় বিনয়ের সাথে শিল্পীদের কাছে বা ভোটারদের কাছে ভোট চাওয়ার প্রযোজন তিনি চেয়েছেন। শেষ মুহুর্ত পর্যন্ত শিউলী শিলা একটুও নিরাস না হয়ে তিনি তার চেষ্টা চালিয়ে গেছেন। যে কারণে নির্বাচনের ফলাফলে শেষ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ভোট (৪৩২) পেয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেন শিউলী শিলা।
অভিনয় শিল্পী সংঘ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী একমাত্র নারী শিল্পী শিলা। অভিনয় জীবনের পথচলায় শিউলী শিলা বিভিন্ন সময়ে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু শিলার কাছে নির্বাচনে জয়লাভ করা যেন ছিলো স্বপ্নের মতো।
আরও পড়ুনশিলা বলেন,‘ আমার কাছে আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করা। শিল্পীরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন তা আমি আমৃত্যু মনে রাখবো। আমার মতো একজন সাধারন শিল্পীকে দায়িত্বের কাতারে নিয়ে এসে আমাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত করায় আমি সত্যিই মুগ্ধ, বিস্মিত। আমি অভিনয় শিল্পী সংঘ’র প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি মন প্রাণ দিয়ে সংঘের জন্য, সংঘের সদস্যদের জন্য নিবেদিতভাবে কাজ করে যাবো।’
দেশের গুনী সঙ্গীতশিল্পী আগুনের ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’তে মডেল হিসেবে বেশ আলোচনায় এসেছিলেন। হাসান জাহাঙ্গীরের ‘বয়রা পরিবার’ ধারাবাহিকেও অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শিলা।
শিলা অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘আত্না’, ‘পোস্টার’,‘ কামিনী’,‘ তিন তালা তিন চাবি’, ‘,মন ছুঁয়ে যায়’, ‘আমার বউ বেশি বুঝে’, ‘কথা কাজে মিল নাই’,‘ জলপথ’,‘ সংঘাত’ ইত্যাদি।
মন্তব্য করুন