অবৈধভাবে ভারতে প্রবেশের চেস্টায় নারী-শিশুসহ ১১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিমতলা, মাধবখালী, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাংগা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার আগৈলঝাড় থানার বাহাদুরপুর গ্রামের হলধর মল্লিককের ছেলে কৃষ্ণ মল্লিক (৬০) ও একই গ্রামের কালি পদ বালার ছেলে রুনু মল্লিক (৫৫), সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আতিয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২১), নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের ছয়ফাল কাজীর ছেলে রিপন কাজী (৩০), নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের ইদ্রীস শেখের ছেলে নাজমুল শেখ (৩২) ও একই গ্রামের ওহাব শেখের ছেলে সোহেল শেখ (২৬)। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে।
আরও পড়ুনবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর উপজেলার নিমতলা, মাধবখালী, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দালালচক্রের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টায় করছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন