ভিডিও বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

এই প্রজন্মের সঙ্গে লড়াই করে হাসিনাকে আর ফিরে আসা সম্ভব না - শিবির সভাপতি

এই প্রজন্মের সঙ্গে লড়াই করে হাসিনাকে আর ফিরে আসা সম্ভব না - শিবির সভাপতি। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা ও পীরগঞ্জ প্রতিনিধি : ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, হাসিনা ফিরে আসার জন্য যে চিন্তা করছে, এ প্রজন্মের সঙ্গে লড়াই করে এটা কখনোই সম্ভব হবে না। আন্দোলনের মুখে যেভাবে পালিয়েছে তার দায় শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের। তাদের অপকর্ম, স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদ কায়েম এত উচ্চাভিলাষী পর্যায়ে চলে গিয়েছিল, মানুষকে হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি। যারা এখনো মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে। যে নেত্রী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে তারই কথা আবার পুনর্বাসন ও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে পালিয়ে যাবার দিন কয়েক লাখ মানুষকে মেরে যদি শেখ হাসিনার থাকার সুযোগ হতো তাহলে সে সেটাই করত। এমন একজন ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে নরকে পরিণত করেছে। এত হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ ন্যূনতম কোনো অনুশোচনাবোধ প্রকাশ করেনি।

একটা দল কতটা হিংস্র হলে এটি সম্ভব। জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, আইন উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে তিনি আমাদেরকে নিয়মতান্ত্রিকতার বিষয়গুলো বলেছেন যে, একটি মামলা হুট করে নিষ্পত্তি করে দিতে পারেন না বা সুপারিশ করতে পারেন না। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

আরও পড়ুন

এদিকে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জেলার পীরগঞ্জের বাবনপুরে শহিদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমীন,দাওয়া সম্পাদক ও উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মেজবাহুল করিম রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি সোহেল রানা প্রমুখ। তিনি বলেন, ৫ আগস্টের পর বার বার আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, বিভিন্ন হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের যেন দ্রুত বিচার নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ১০০ জনের থ‍্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

গাইবান্ধার পলাশবাড়ীর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবি গ্রেফতার

খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীর বুকে বোরো ও ভুট্টাক্ষেতে সবুজের সমারোহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করে চাষাবাদে সুফল পাচ্ছে চাষিরা

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ