ভিডিও বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সরকারি হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মাংস ব্যবসায়ীরা কসাইখানায় গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মথুরাপুর হাট-বাজারে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার মথুরাপুর হাট-বাজার ২৩ লাখ ৮৫ হাজার টাকায় বার্ষিক ইজারা বন্দোবস্ত নিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। শুক্র ও সোমবার হাটসহ প্রতিদিন সকাল-বিকেল বাজার বসে। ওই হাট-বাজারের কসাইখানায় প্রতিদিন একটি দোকানে গড়ে দু’টি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়।

সরকারি বিধিমোতাবেক প্রত্যেক মাংসের দোকান থেকে দৈনিক ৩০ টাকা করে টোল আদায়ের নিয়ম রয়েছে। কিন্ত ইজারাদার অতিরিক্ত টোল দাবি করায় ব্যবসায়ীরা বাজারের কসাইখানায় মাংস বিক্রি বন্ধ করেছেন।  
উপজেলার মথুরাপুর হাট-বাজারের মাংস ব্যবসায়ী আজিবর রহমান বলেন, বাজারে প্রতিদিন গড়ে দু’টি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। আগের ইজারাদারকে সপ্তাহে সাড়ে ৫ হাজার টাকা টোল দিয়েছি। আর বর্তমান ইজারাদার প্রতিটি গরু জবাইয়ের জন্য এক হাজার টাকা করে টোল দাবি করছেন।

আরও পড়ুন

সেই হিসেবে সপ্তাহে কমপক্ষে ১৪ হাজার টাকা টোল দিতে হবে। এ কারণে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ করেছি। এ বিষয়ে মথুরাপুর হাট-বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, কোন ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয় না। তবে বাজারের কসাইখানায় মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চোরাই ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন।

মাংস ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে পাকা ক্রয় রশিদ দেখিয়ে সুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করতে বলা হয়েছে। এ কারণে তারা মাংস বিক্রি বন্ধ করেছে। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ১০০ জনের থ‍্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

গাইবান্ধার পলাশবাড়ীর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবি গ্রেফতার

খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীর বুকে বোরো ও ভুট্টাক্ষেতে সবুজের সমারোহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করে চাষাবাদে সুফল পাচ্ছে চাষিরা

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ