ভিডিও বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :  শেরপুরে একটি কড়ই গাছ পড়ে সেমিপাকা ঘর ভেঙে দেয়ালে ফাঁটল ধরেছে। এ সময় ওই ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরাকৈর গ্রামের মৃত আবুল খন্দকারের ছেলে ফজলু মাস্টার তার কড়ই গাছ কাটার সময় প্রতিবেশী রেজাউল করিমের সেমিপাকা ঘরের উপর পড়ে ঘরটি ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। রেজাউল করিমের স্ত্রী এভাবে গাছ কাটতে নিষেধ করলেও ফজলু মাস্টার উল্টো গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফজলু মাস্টার বলেন, আমি গাছটি জেলহক নামে এক গাছ ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছি। গালিগালাজের অভিযোগটি মিথ্যা। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ১০০ জনের থ‍্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

গাইবান্ধার পলাশবাড়ীর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবি গ্রেফতার

খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীর বুকে বোরো ও ভুট্টাক্ষেতে সবুজের সমারোহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করে চাষাবাদে সুফল পাচ্ছে চাষিরা

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ