আরেকটি জয় গার্দিওলার ম্যানসিটি’র

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলাকে স্তব্ধ করে ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছে ম্যানসিটি। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে আরও এগিয়ে গেল পেপ গার্দিওলার দল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক সিটি। ওমর মারমুশ ভিলার রাইট-ব্যাক ম্যাটি ক্যাশকে পেছনে ফেলে বল দেন এগিয়ে আসা বার্নার্দো সিলভার উদ্দেশ্যে। বল পেয়ে শট নেন সিলবা। ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বল স্পর্শ করলেও সেটা জালে ঢুকতে বাধা দিতে পারেননি। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিলাকে সমতায় ফেরান র্যাশফোর্ড। ডি-বক্সের ভেতর ম্যানসিটির রুবেন দিয়াজ পেছন থেকে ভিলার জ্যাকব র্যামসিকে ডান পা দিয়ে ক্লিপ করেন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। র্যাশফোর্ড ধীরস্থিরভাবে গোলকিপার স্টেফান ওর্তেগাকে বোকা বানান। বলের উল্টো দিকে ঝাঁপ দিয়েছিলেন ওর্তেগা।
ম্যাচজুড়ে ভিলার ৭টি শটের বিপরীতে ১৪টি শট নেয় সিটি। ৯৪ মিনিটে জেরেমি ডকু বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে এসে ব্যাক পোস্টে থাকা নুনেসের উদ্দেশ্যে বল বাড়ান। সেখান থেকে শট করে নুনেস দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে নুনেস বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ, খুব কঠিন একটি ম্যাচ ছিল, কঠিন প্রতিপক্ষ। আমরা জানতাম জিততেই হবে, সেই মানসিকতা নিয়েই এসেছিলাম এবং সেটাই হয়েছে। পারফেক্ট টাইমিং।’
৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি। অন্যদিকে সিটির মাঠ ইতিহাদে টানা ১৫তম ম্যাচ হারা ভিলা সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অবস্থান করচে সপ্তম স্থানে।
আরও পড়ুনস্কাই স্পোর্টসকে বলেন সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা সাধারণত শেষ মুহূর্তে গোল করতে অভ্যস্ত না, তাই আমি খুবই খুশি শেষের সেই গোলটির জন্য। কারণ আমরা এখন শেষ চার-পাঁচটি ম্যাচে আছি এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করার লড়াইয়ে আছি।’
মন্তব্য করুন