ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের এক শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হামলাটি করা হয় বুধবার সকালে দক্ষিণ-মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কূটনীতিকরা লন্ডনে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এই হামলার ঘটনা ঘটল।

দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক বলেন, এ হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েচেন তিনি। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। সেই থেকে সব পক্ষ মিলিয়ে বহু মানুষ নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডের জন্য ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ইউক্রেন জানিয়েছিল, তারা রাশিয়ার এই উদ্যোগের প্রতিচ্ছবি হিসেবে একই কাজ করবে। তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করেছে।

আরও পড়ুন

গত মাসে মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্মত একটি পূর্ণ যুদ্ধবিরতির জবাবে দীর্ঘ শর্তের একটি তালিকা পেশ করে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে এবং আলাদাভাবে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান

অবশেষে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার