ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ফেক আইডি প্রসঙ্গে যা বললেন ববিতা

ফেক আইডি প্রসঙ্গে যা বললেন ববিতা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ, এমন একটি খবর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এ নিয়ে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। মূলত ববিতার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ খবর ছড়ায়। তবে এ অ্যাকাউন্ট আদতে সত্য নয়, আর ববিতাও মোটেও অসুস্থ নন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ প্রসঙ্গে এ নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।’ তিনি বলেন, ‘আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায় তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’ এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করবো বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।’

এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। তিনি বলেন, ‘আমি তো জানি আমার কথা। কারণ আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, ‘আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন।’ এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’ ববিতা এখন ঢাকার গুলশানের বাসাতেই আছেন জানিয়ে বলেন, ‘আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।’

আরও পড়ুন

এদিকে, ববিতার নামে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে অসুস্থতার কথা বলা হয়। এ পোস্টে লাইক রিয়েকশন করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গায়ক এসডি রুবেলের মতো তারকারা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান

অবশেষে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার