ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

জুঁইয়ের ‘ভালোবাসা এমন কেনো’

ইসরাত জাহান জুঁই।

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের এই প্রজন্মের ফোক ঘরানার শিল্পীদের মধ্যে বেশ জনপ্রিয় ইসরাত জাহান জুঁই। একটা সময় অন্যের চ্যানেলের জন্য অনেক গান গেয়েছেন। সেসব গান শ্রোতাপ্রিয়তাও এনে দিয়েছে তাকে। কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবত জুঁই নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’র জন্যও অনেক শ্রম দিচ্ছেন। একজন শিল্পীর যখন নিজস্ব একটি চ্যানেল দাঁড়িয়ে যায় তখন নতুন নতুন গান প্রকাশের দিকেও তার মনোযোগ বেড়ে যায়। আর শ্রোতারাও খুশী থাকেন তার প্রিয় শিল্পীর কন্ঠে নতুন গান পেয়ে।

সেই ধারাবাহিকতায় জুঁইয়ের কন্ঠে তার নিজেরই চ্যানেলে প্রকাশ পেলো নতুন ফোক গান ‘ভালোবাসা এমন কেনো’। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

জুঁই বলেন,‘ ভালোবাসা এমন কেনো গানটির কথা ও সুর আমার কাছে খুউব ভালোলাগায় গানটি করার জন্য আগ্রহ প্রকাশ করি। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা দর্শকের কাছ থেকে এতো সাড়া পাচ্ছি যাতে সত্যিই মুগ্ধ আমি। আমরা যারা নিয়মিত বিশেষত নিজের চ্যানেলের জন্য গান করি, তাদের অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টটা করি শুধুই শ্রোতা দর্শকের ভালোলাগার জন্য। যখন একটি নতুন গান প্রকাশ পায়, শ্রোতা দর্শকের কাছ থেকে যখন সাড়া পেতে শুরু করি তখন সত্যিই ভীষণ ভালোলাগে। নতুন কাজ করার সাহস পাই, অনুপ্রাণিত হই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সকল ভক্ত দর্শক শ্রোতাদের প্রতি। শ্রোতা দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আমার গাওয়া গান ভালোলাগলে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো তাও জানাবেন। তাহলে নিজেকে আরো ইমপ্রুভ করে নিতে পারবো।’

এদিকে এরইমধ্যে পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত বৈশাখী উৎসবে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধতা ছড়িয়েছেন জুঁই। জুঁইয়ের কন্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো ‘তুমি বুঝলানা’।

আরও পড়ুন

এরপর তার কন্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো ‘মিরপুর এক্সপ্রেস’,‘ শেষ পাখি’,‘ দুষ্টু মেয়ে’,‘ ষোলকলা’,‘ মরার কোকিলে’,‘ ভাগ্যে ছিলিনা’,‘ বন্ধু বড় মায়া লাগাইছে’,‘ প্রেমের হাওয়া’,‘ তুমি কারে পাইয়া সুখি’,‘ পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি। আর কাভার করা গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’ (প্রায় তিন কোটি), ‘জীবন মানে যন্ত্রণা’,‘কলিজা ভুনা’,‘ বন্ধু বিনে প্রাণ বাঁচেনা’, ইত্যাদি গান জুঁইয়ের কন্ঠে আবারো ভীষণ আলোচনায় আসে। সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০’র বেশি গান করেছেন।

কিছুদিন আগেই তিনি ঢাকার সরকারী সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীত বিষয়ে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। একই কলেজে তিনি একই বিষয়ে বর্তমানে মাস্টার্স করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান

অবশেষে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার