ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বগুড়ার কাহালুতে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বগুড়ার কাহালুতে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার  কাহালুতে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৪) মারা গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার মধ্য অথবা ভোর রাতে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বাখরা-বেলঘরিয়া রেলগেটের সামান্য পশ্চিমে।

স্থানীয় লোকজন জানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে অজ্ঞাত ওই যুবককে সেখানে ঘোরাফেরা করতে দেখেছেন। তারা আরও জানায় যুবকটিকে দেখে তাদের বেশ কিছুটা ভারসাম্যহীন বলে মনে হয়েছে। কাহালু রেল স্টেশনের সূত্র মতে "লালমনি এক্সপ্রেস" অথবা "রংপুর এক্সপ্রেস" ট্রেনের নীচে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে রেল লাইনের উপর পড়ে থাকা যুবকের ছিন্নভিন্ন লাশ দেখতে পাওয়া যায়। মৃতার ব্যক্তির মুখে ছোট দাড়ি,পরনে জিন্সের প্যান্ট ও গায়ে নীল গেঞ্জি ছিল।

এ দিকে সংবাদ পেয়ে বগুড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে সুরুতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ বিষয়ে আজ বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া রেলওয়ে থানার ইনচার্জ এস.আই শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন এখন পর্যন্ত যুবকের পরিচয় মিলেনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন বিকাল পর্যন্ত পরিচয় না পাওয়ার কারণে ওই যুবকের মরদেহ দক্ষিণ বগুড়া কবরস্থানে দাফন করার জন্য আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে  বগুড়া রেলওয়ে থানায় একটি ইউ’ডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান

অবশেষে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার