ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

তাপমাত্রা আরও বাড়বে পূর্বাভাস আবহাওয়া অফিসের

মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে বগুড়া, হাসফাঁস উঠেছে জনজীবনে

মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে বগুড়া, হাসফাঁস উঠেছে জনজীবনে

স্টাফ রিপোর্টার : এপ্রিলের শুরুতে হালকা বৃষ্টিপাত হলেও গ্রীষ্মের খরতাপে মৌসুমের সর্বোচ্চ তাপে হাসফাঁস উঠেছে বগুড়াবাসীর। আপাতত বৃষ্টির  ছিটেফোটাও নেই। বেলা বাড়ার  সাথে সাথে  মাথার ওপর চড়া রোদ। আগের দিনে চেয়ে আজ বুধবার (২৩ এপ্রিল) তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রী সেলসিয়াস। আজ বুধবার (২৩ এপ্রিল) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এরই মধ্যে দেশেও তিন বিভাগের ওপর দিয়ে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দিন দিন বাংলাদেশসহ সারাবিশ্বে তাপমাত্রা বাড়ছে। গতবছর ছিল বিশ্বের উষ্ণতম বছর। সেই সুত্র ধরে গতবছর বাংলাদেশে এপ্রিল মাসে ছিল টানা ২৬ দিনের তাপপ্রবাহ। যা দেশের ৭৬ বছরের ইতিহাসে ছিল রেকর্ড। তাপপ্রবাহে সারাদেশে প্রাণ যায় অন্তত ১৫ জনের। পথে পথে ছিটানো হয় পানি। তবে কোনো কিছুতেই কাজের কাজ হয়নি।

বরং বাড়তি লোডশেডিংয়ে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছিলো সারাদেশের মানুষ। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রবণতা এবং বৈশ্বিক পূর্বাভাস বিবেচনা করে ২০২৫ সালে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়তে পারে। তাপপ্রবাহের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পেতে পারে যা জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

এদিকে আজ বুধবার (২৩ এপ্রিল) বগুড়ায় তপপ্রবাহের জন্য দুপুরে রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি। আর যারা বের হয়েছিলেন ঘেমে-নেয়ে একাকার হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন। সাতমাথার এক ভ্রাম্যমাণ এক শরবত বিক্রেতা বলেন, গরমে শরবতের চাহিদা বেড়েছে। তবে লোকজন খুবই সীমিত ছিল দিনভর।

তাপপ্রবাহে বেড়েছে ডাব, ঘোল ও তরমুজের চাহিদা। এক পিস ডাব ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তরমুজের দাম কমে আবারও বেড়েছে বলে জানিয়েছেন একজন ক্রেতা। বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায় আজ বুধবার (২৩ এপ্রিল) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিনেও দেখা মিলবে না কাঙ্খিত বৃষ্টির। তবে এ সময় কোথাও কোথাও বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও দাবদাহ থাকবে মে মাস পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান

অবশেষে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে নাশতকা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার