বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বগুড়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় সাড়ে ১০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। চার প্রতিষ্ঠানের গোডাউন থেকে অবৈধ পলিথিন জব্দ করার পাশাপাশি ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ বুধবার (২৩ এপ্রিল) বগুড়া শহরের রাজাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টে মো. আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, বগুড়া শহরের রাজাবাজার এলাকার রওশন মার্কেটে পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের জন্য ক্ষতিকর সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিলো। এ সময় মান্নান স্টোর, সাত্তার স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সৌরভ ট্রেডার্স নামে ৪ টি গোডাউনে অভিযান চালিয়ে ১০ হাজার ৫৫০ কেজি (প্রায় সাড়ে ১০টন) অবৈধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন রাখার অপরাধে ঐ সব প্রতিষ্ঠান থেকে ৪ হজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুনপরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় সেনা বাহিনী ও জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন