বগুড়ায় ‘ডাকাত সর্দার’ ওয়াজেদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে দুপচাঁচিয়ার জে.এন. ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতির মূলহোতা এবং আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মো. ওয়াজেদ আলী (৫২)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক লিমিটেড পিএলসি এর অধিনে জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ গত বছরের ২০ নভেম্বর দিনগত রাতে ১৫/১৬ জন দুর্বৃত্ত প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানে থাকা নিরাপত্তা প্রহরীদের ভয়ভীতি প্রদর্শন করে হাত ও পা বেঁধে অফিস ঘরের পাশে গলির মধ্যে রেখে ডাকাতি শুরু করে।
তারা প্রতিষ্ঠানের ১৯ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এই ডাকাতির পর সেসময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা ডাকাতি কাজে ব্যবহৃত ডাম্প ট্রাক, দেশীয় অস্ত্র এবং ডাকাতির আলামতসহ আন্তঃ জেলা ডাকাত চক্রের ৪ সদস্যসহ বিপুল পরিমান মালামালসহ গ্রেফতার করে। তবে অভিযানের আঁচ পেয়ে সে সময় ডাকাত দলের সর্দার মোঃ ওয়াজেদ আলী (৫২) পালিয়ে যায়। পরবর্তীতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনমামলা দায়েরের পর র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা ডাকাত সর্দার ওয়াজেদসহ অন্য আসামিদের’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে,উল্লেখিত আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার শহরের রানার প্লাজা এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি দল শহরের নবাববাড়ি সড়কে রানার প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে দুপচাঁচিয়া থানার জে. এন. ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতির মূল হোতা এবং আন্তঃ জেলা ডাকাত চক্রের সর্দার মো. ওয়াজেদ আলী (৫২)কে গ্রেফতার করে। ধৃত ওয়াজেদ বগুড়া সদরের কমলপুরের মৃত মকবুল হোসেনের ছেলে। তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন