ভিডিও বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘চূড়ান্ত প্রস্তাব’ নাকচ করলেন জেলেনস্কি

যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘চূড়ান্ত প্রস্তাব’ নাকচ করলেন জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘চূড়ান্ত প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি হলেও রাশিয়া অধিকৃত ইউক্রেনের কোনো অঞ্চলকে স্বীকৃতি দেবেন না বলে জানিয়েছেন তিনি।

জেলেনস্কির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, জেলেনস্কির এ ধরনের মন্তব্য চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য জেলেনস্কিই দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি আলোচনা অনেকটাই এগিয়েছিল। কিন্তু ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছেন।

তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এই সংঘাতের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েক দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়া এখনও এ বিষয়ে সম্মতি জানায়নি। 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্যারিসে এক বৈঠকে ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে এক পৃষ্ঠার একটি নথি হস্তান্তর করে মার্কিন কর্মকর্তারা। সেই সঙ্গে ওই নথিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘চূড়ান্ত প্রস্তাব’ বলে উল্লেখ করা হয়। অ্যাক্সিওসের প্রতিবেদন মতে, ইউক্রেনকে দেওয়া ট্রাম্পের খসড়া প্রস্তাবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি এবং ২০২২ সালের পর রাশিয়ার দখল করা ইউক্রেনের প্রায় সব অঞ্চলকে অনানুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাব দেওয়ার পর ট্রাম্প বলেন, এটি দুই পক্ষকেই একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কিছু কিছু অঞ্চল ছাড়তে হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দেন, শান্তি আলোচনায় শিগগিরই অগ্রগতি না হলে আলোচনা থেকে বের হয়ে যাবে ওয়াশিংটন।

আরও পড়ুন

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে আগ্রহী হলেও রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছেড়ে দিতে নারাজ তিনি। তিনি বলেন, কিয়েভ কখনোই রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কোন অঞ্চলকে স্বীকৃতি দেবে না। এ নিয়ে কথা বলার কিছু নেই। এটি আমাদের সংবিধানের লঙ্ঘন। এগুলো আমাদের ভূখণ্ড- ইউক্রেনীয় জনতার ভূখণ্ড।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

বগুড়ার ধুনটে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বগুড়ার ধুনটে চাল সংগ্রহে চুক্তি না করায় আট মিলের লাইসেন্স বাতিল

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, শাশুড়ি গ্রেফতার

বাগেরহাটে শ্রীলঙ্কান নাগরিককে ব্যবসায়িক আমন্ত্রণে অপহরণ, আটক ৪

তাপদাহ ও গরমে ওষ্ঠাগত প্রাণ: মানুষ তৃষ্ণা মেটাচ্ছেন ফুটপাতের দোকানের সস্তার শীতল পানীয়তে