ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান; স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান; স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

নিউজ ডেস্ক:   নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি ওই গ্রামের আব্দুর রহীমের (৩৩) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহীমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকত।

আরও পড়ুন

বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে প্রথমে ফাতেমা বিষপান করেন। এরপর একই সময় তার স্বামীও বিষপান করেন। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন ও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রহীমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘‘পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন