দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পুুকুরের পানিতে ডুবে সিনহা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার ভাদুুরিয়া ইউনিয়নের দিঘীরত্ন্না গ্রামে। সে ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে।
পুলিশ জানায় আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সিনহা বাড়ির সামনে কয়েকজন শিশুর সাথে খেলা করার একপর্যায়ে সিনহা পুকুরের পানিতে পড়ে গেলে তার সাথে থাকা শিশুরা বাড়িতে খবর দেয়। সাথে সাথে সিনহাকে উদ্ধার করে দলারদর্গা বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন