পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্ক করতে গিয়ে আটক গণপিটুনি, পুলিশে সোপর্দ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে সর্ম্পক করতে গিয়ে ২ সন্তানের জনক বাকী বিল্লাহ নামের এক যুবককে হাতেনাতে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে বাকী বিল্লাকে থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার চরভদ্রকোলা গ্রাম। বাকী বিল্লাহ মেয়াপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মেয়াপুর গ্রামের লোকমানের ছেলে ২ সন্তানের জনক চরভদ্রকোলা গ্রামের প্রবাসীর স্ত্রীর সাথে বেশ কয়েক মাস সর্ম্পক গড়ে তোলার চেষ্টা করে। গত বুধবার রাত ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় বাকী বিল্লাহ প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে ঢুকে পড়ে। এসময় এলাকার লোকজন টের পেয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী বাদি হয়ে বাকী বিল্লাহকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে।
আরও পড়ুনসাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, প্রবাসীর স্ত্রী বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষককে আদালতে ও ধর্ষিতাকে ডাক্তরি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন