বাগেরহাটে শ্রীলঙ্কান নাগরিককে ব্যবসায়িক আমন্ত্রণে অপহরণ, আটক ৪

নিউজ ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।
আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।
আরও পড়ুনপুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
মন্তব্য করুন