ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে চাল সংগ্রহে চুক্তি না করায় আট মিলের লাইসেন্স বাতিল

বগুড়ার ধুনটে চাল সংগ্রহে চুক্তি না করায় আট মিলের লাইসেন্স বাতিল, ছবি সংগৃহীত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : অভ্যন্তরীণ আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি না করায় ধুনট উপজেলায় আটটি চালকল ও খাদ্যশস্য ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। এ উপজেলায় চালকলের লাইসেন্স সংখ্যা ছিল ১২টি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্য সংগ্রহ অভিযানে চলতি আমন মৌসুমে এই উপজেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪৭০ মেট্রিকটন। ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংগ্রহ অভিযান চলে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে গত ৮ এপ্রিল খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগ অভ্যন্তরীণ আমন ২০২৪-২৫ মৌসুমে চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি সম্পাদন করেনি এমন চালকলসমূহের খাদ্য বিভাগীয় লাইসেন্স বাতিল করার নির্দেশনা দেয়। সেই নির্দেশনা মোতাবেক উপজেলায় আটটি চালকলের মিলিং এবং খাদ্যশস্য ব্যবসায়ী লাইসেন্স বাতিল করে খাদ্য বিভাগ।

লাইসেন্স বাতিলকৃত মিলগুলো ধান থেকে চাল উৎপাদন কার্যক্রম, চাল বাজারজাতকরণ ও মিলে ধান-চাল মজুদ করতে পারবে না। ওই নির্দেশনার ব্যত্যয় ঘটলে ধান-চাল সরকারিখাতে বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্ট চালকল মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ধুনট উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, মৌসুম শুরু থেকেই বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী। যখন সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে তখন বাজার যাচাই না করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে লোকসান গুণতে হবে বলে অনেক মিল মালিকই সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হননি।
ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যেসব চালকল চুক্তি করেননি তাদের বিরুদ্ধে সরকারের অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন