ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য জামায়াতকে ক্ষমতায় আনতে হবে -অধ্যক্ষ শাহাবুদ্দিন

ছবি: দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বায়তুল মালবিষয়ক সম্পাদক মাওলানা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, দেশের চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কোনও সরকারই কখনো আন্তরিকভাবে কাজ করেনি। তারা শুধু নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছে। তাইতো চরাঞ্চলের মানুষরা এখনো দারিদ্রসীমায় বসবাস করছেন।

চরাঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্যসেবার জন্য কোনও ভালো মানের চিকিৎসক নেই। তাদের উচ্চ শিক্ষার জন্য ভালো মানের কোনও শিক্ষা প্রতিষ্ঠানও নেই। মাদকের বিস্তার এবং ফৌজদারি অপরাধ দিন দিন চরাঞ্চলে বেড়েই চলেছে। চরাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য ভালো মানের কোনও রাস্তা-ঘাটও নির্মাণ হয়নি। এই সবকিছু থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে।

একমাত্র জামায়াতে ইসলামীর সরকারই পারবে চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে, চরের মানুষের সকল প্রকার সমস্যার সমাধান করতে। কারণ জামায়াতে ইসলামীর মধ্যে কোনও দুর্নীতি নেই, জামায়াতে ইসলামী কোনও সুদ-ঘুষ এবং মাদকের প্রশ্রয়দাতা না। তারা দেশে ইসলামী শাসন কায়েম করতে চায়।

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তিনি বগুড়া সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের শাহজালাল বাজার, আনন্দ বাজারসহ বেশকিছু বাজারে গণসংযোগের সময় পথসভায় এ কথাগুলো বলেন। গত বুধবার, বৃহস্পতিবার এবং আজ শুক্রবার তিনি চরাঞ্চলে তিন দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করছেন।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তিনি ছাত্র আন্দোলনে নিহত কাজলা জামথল গ্রামের আব্দুর রহমান ধলার কবরও জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক চন্দনী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন