যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন বগুড়ায় স্বামীর জেল-জরিমানা

কোর্ট রিপোর্টার : যৌতুকের দাবিতে বগুড়ায় স্ত্রীকে মারপিটসহ নির্যাতনের মামলার রায়ে অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন রানাকে তিন বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই আসামির পাঁচ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়। সে ধুনট উপজেলার বেড়েরবাড়ীর মোফাজ্জল হোসেনের ছেলে। সে জামিনে গিয়ে পলাতক রয়েছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জিয়া উদ্দিন মাহমুদ গত বুধবার এই মামলার রায় দেন।
উল্লেখ, সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন রানা শেফালী খাতুনকে ২০১০ সালে বিয়ে করে। সংসার করাকালে তাদের একটি ছেলে সন্তান হয়। আনোয়ার হেসেন রানা গত ২০১৩ সালের ২৩ আগস্ট বেলা ৩টার দিকে তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে রানা তার স্ত্রী শেফালী খতুনকে মারপিটসহ নির্যাতন করে তাদের সন্তান কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিলে সে তার বাবার বাড়িতে যায় এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ব্যাপারে নির্যাতিতা শেফালী তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
আরও পড়ুনমামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মোজাম্মেল হক।
মন্তব্য করুন